المدة الزمنية 23:57

বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতুর কল্যাণে উন্নয়ন হবে কৃষি ও কৃষকের | Shykh Seraj | Channel i |

بواسطة Shykh Seraj
291 322 مشاهدة
0
8 K
تم نشره في 2022/06/25

বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতুর কল্যাণে উন্নয়ন হবে কৃষি ও কৃষকের সম্পূর্ণ ভিডিও- /watch/o6Cm2D8rc-krm ======================= স্বাধীনতা উত্তরকালীন বাংলাদেশে যোগাযোগ উন্নয়নে এক নতুন ইতিহাস রচিত হলো। আজ ২৫ জুন’২২ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হলো রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সরাসরি যান চলাচল। যোগাযোগের ক্ষেত্রে সূচিত হলো এক নতুন অধ্যায়। একটি সেতুই সহজ করে দিবে গোটা দেশেরই কৃষিকে। অর্থাৎ শস্যের বৈচিত্রকরণ ও বহুমুখিকরণে রাখবে গুরুত্বপূর্ণ ভুমিকা। কৃষি ব্যবসায় মানুষের আগ্রহকে বাড়িয়ে দিবে। উপযুক্ত কাজ ও আয়ের জন্য দক্ষিণ পঞ্চিমাঞ্চলের মানুষের ঢাকামুখি হওয়ার প্রবণতা কমিয়ে দিবে। দিবে নিজ নিজ এলাকায় থেকে আত্ম-কর্মসংস্থানে মগ্ন হওয়ার চেতনা। এরইমাঝে সরকারের সুদূরপ্রসারী চিন্তার আওতায় দক্ষিণ-পঞ্চিম অঞ্চলে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি পেয়েছে। আরও বৃদ্ধির জন্য কাজ চলছে। এতে করে আগামীদিনগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিকশিত হবে ইপিজেড, পাটকল, চালকলসহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। মংলা, পায়রা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সুন্দরবন ও সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটন শিল্পের এক নতুন রূপে আবির্ভূত হবে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এগিয়ে যাবে বাংলাদেশ। Facebook: https://facebook.com/shykhseraj YouTube: /shykhseraj Twitter: https://www.twitter.com/shykhseraj Instagram: https://instagram.com/shykhseraj Linkedin: https://linkedin.com/in/shykhseraj #SSERAJ #পদ্মা_সেতু #padmabridge

الفئة

عرض المزيد

تعليقات - 290