المدة الزمنية 33:13

ঈদের দিনের অঙ্গীকার মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ | Promise of Eid day Mufti Arif Bin Habib Bangla Waz

بواسطة Sirat al mustaqeem
83 196 مشاهدة
0
1.2 K
تم نشره في 2022/05/03

ঈদের দিনের অঙ্গীকার মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ | Promise of Eid day Mufti Arif Bin Habib Bangla Waz ঈদ ভুমিকা: মুসলিমের জীবন ও চিন্তা, আনন্দ ও বেদনা হয় আখেরাতকেন্দ্রিক, আর কাফেরের সবকিছু দুনিয়াকেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন- وَ فَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَ مَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ. তারা (অর্থাৎ কাফেরগণ) পার্থিব জীবনেই উল্লসিত, অথচ আখেরাতের তুলনায় পার্থিব জীবন তো মামুলি ভোগমাত্র। -সূরা রা‘দ (১৩) : ২৬ এক, ঈদের হাকিকত, عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ ‏"‏ مَا هَذَانِ الْيَوْمَانِ ‏"‏ ‏.‏ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ ‏"‏ ‏.‏ আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনাতে এসে দেখেন মাদীনাহ্বাসীরা নির্দিষ্ট দু’টি দিনে খেলাধূলা ও আনন্দ করে থাকে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ এ দু’টি দিন কিসের? সকলেই বললো, জাহিলী যুগে আমরা এ দু’ দিন খেলাধূলা করতাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, মহান আল্লাহ তোমাদের এ দু’ দিনের পরিবর্তে উত্তম দু’টি দিন দান করেছেন। তা হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিত্বরের দিন। সুনানে আবু দাউদ, হাদিস নং ১১৩৪ হাদীসটি থেকে স্পষ্ট যে, অমুসলিমদের কৃষ্টি কালচার বর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুটি ঈদ দান করেছেন। সুতরাং আমরা আমাদের ঈদ উদযাপন করব, অমুসলিমদের ঈদ(কৃষ্টিকালচার )থেকে বিরত থাকব। দুই, মুসলমানদের ঈদ হলো সালাত ও সদকা, হাসান বসরী রাহ.-এর বক্তব্য অনুযায়ী আমাদের ঈদ তো হল- أ ما يوم الفطر فصلاة وصدقة، وأما يوم الأضحى فصلاة ونسك ঈদুল ফিতর হল, ঈদের নামায পড়া ও সদাকাতুল ফিতর আদায় করা এবং ঈদুল আযহা হচ্ছে ঈদের নামায পড়া ও কুরবানী করা। -ফাযাইলুল আওকাত, বায়হাকী, পৃ. ৩০৩-৩০৪ (১৪৪); শুআবুল ঈমান, বায়হাকী ৫/৩৮৬ (৩৪৩৭) তিন, ঈদের দিনের অঙ্গীকার অঙ্গীকারনামা-১ পারস্পরিক দয়া, ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে মুমিনগণ এক দেহের ন্যায় থাকার অঙ্গীকার। عَنْ عَامِرٍ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى নু'মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ: বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পারস্পরিক দয়া, ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মু'মিনদের একটি দেহের মত দেখবে। যখন শরীরের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশ নেয়। সহিহ বুখারী, হাদিস নং ৬০১১ অঙ্গীকারনামা-২ ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার। উদাহরণ- ১ আল্লাহ বলেন اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। হুজুরত আয়াত-১০ উদাহরণ- ২ সাহাবাদের কে ভাই বলে তাদের জন্য দুআ করার কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, وَ الَّذِیۡنَ جَآءُوۡ مِنۡۢ بَعۡدِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। হাশর-১০ উদাহরণ-৩ বিদায় হজ্জ্বে নবিজীর ঐতিহাসিক ভাষন, يا أيها الناس হে লোকসকল! اسمعوا قولي তোমরা আমার কথা শোন, واعقلوه এবং বুঝো تعلمن أن كل مسلم أخ للمسلم জেনে রাখো! প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলমানের ভাই, وأن المسلمين إخوةٌ، আর মুসলিমগন ভাই (তাদের সম্পর্কটা ভ্রাতৃত্বের) فلا يحل لامرئ من أخيه إلا ما أعطاه عن طيب نفس منه، সুতরাং কোন মানুষের জন্য তার ভাইয়ের সম্পদ বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্টচিত্তে না দেয়, فلا تظلمن أنفسكم তোমরা নিজেদের উপর জুলুম করোনা। (কারণ তোমরা তো ভাই) ইবনে হিসাম ২/৬০৩

الفئة

عرض المزيد

تعليقات - 37