المدة الزمنية 13:42

ভারতে জরুরি অবস্থা কি কেন জারি করা হয় রাষ্ট্রপতি শাসন,জাতীয়-আর্থিক জরুরি অবস্থা [জরুরি অবস্থা]

بواسطة Knowledge Account
17 161 مشاهدة
0
696
تم نشره في 2019/11/15

নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ভারতীয় সংবিধানের অন্তর্গত "জরুরি অবস্থা" সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ‌। গত দুদিন আগে ভারতীয় রাজ্য মহারাষ্ট্র তে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাই ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে কখন "জরুরি অবস্থা" জারি করা হয়, এই "জরুরি অবস্থা" তথা "রাষ্ট্রপতি শাসন" অংশটি কি এবং এবং কেন জারি করা হয় ? - এটা আমাদের জেনে নেওয়া উচিত। এই ভিডিওতে নিম্নলিখিত বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছে । • ভারতে কখন জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় ? • ভারতীয় সংবিধানের অন্তর্গত সর্বপ্রকার জরুরি অবস্থা। (১) জাতীয় জরুরি অবস্থা (352 নং ধারা) (২) রাজ্যগুলোতে শাসনতান্ত্রিক অচলাবস্থা (356 ধারা) [রাজ্যে রাষ্ট্রপতি শাসন] (৩) আর্থিক জরুরি অবস্থা (360 নং ধারা) এই সম্পূর্ণ ভিডিও টি বানানো হয়েছে বাংলা ভাষা তে। গোটা বিশ্বের বাংলাভাষী শিক্ষক ছাত্র এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। যাতে তারা ভারতীয় সংবিধানের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ জরুরি অবস্থা সম্পর্কে অবগত হতে পারে। #nationalemergency #emergencyprovitions

الفئة

عرض المزيد

تعليقات - 24